রাউজানে সজল বড়ূয়ার ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নে নিজ ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় সজল বড়ূয়া(২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ওই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ূয়া পাড়ায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া যুবক সজল বড়ুয়া ওই এলাকার মৃত নির্মল বড়ুয়ার ছেলে। ৩ ভাই এক বোনের পরিবারে সজল সবার বড়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সজল বড়ুয়া অনেক বছর প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে দেশে চলে আসার পর আর যাননি। পরে ইউরোপের দেশ রোমানিয়ায় যাওয়ার জন্য ভারতে ভিসা প্রসেসিং করতে যান। কিন্তু সেখান থেকে তার ইউরোপ যাওয়া হয়নি। তাই তিনি মানসিকভাবেও কিছুটা বিষন্ন ছিলেন।
স্থানীয় মেম্বার আলী আকবর জানান, ঘটনার খবর পেয়ে আমরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। পরিবার এটাকে আত্মহত্যা বললেও কি কারণে আত্মহত্যা করেছে সেটা বলতে পারেনি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। রিপোর্ট পেলে বলা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।