সীতাকুন্ডে বিএনপি’র ৪শ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
কেন্দ্র ঘোষিত কর্মসূচী বাস্তবায়ন করতে গিয়ে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা বিএনপি’র ৪শ নেতা কর্মী নতুন করে মামলার আসামী হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) পুলিশী বাধা অতিক্রম করে সীতাকুন্ড বিএনপি কর্তৃক বিক্ষোভ মিছিল পালন, সরকারি কাজে বাধা সৃষ্টি, ককটেল বিষ্ফোরণের দায়ে বিশেষ ক্ষমতা আইনে পৃথক ৪ মামলায় ৪৮জনের নাম উল্লেখপূর্বক দায়েরকৃত মামলায় বাকীদেরকে অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মামলায় পুলিশের কাজে বাধাদান, ককটেল বিষ্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনে ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫০ জন সহ মোট ৩৯৮ জন নেতা-কর্মীকে আসামী করা হয়েছে।তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিএনপির দাযিত্বশীল একাধিক নেতাদের দাবী এগুলো সব মিথ্যা মামলা। পুলিশ আমাদেরকে নির্ধারিত স্থানে সভা করতে দেয়নি। আমরা সীতাকুন্ড থেকে বাড়বকুন্ডে গিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করে রাস্তার বাহিরে সংক্ষিপ্ত সভা শেষে কর্মসূচী সমাপ্ত করেছি। এতে মহাসড়কে কোন যানযট হয়নি, কারো সাথে সমস্যাও হয়নি। পুলিশ আওয়ামী লীগের পরামর্শে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে দমিয়ে রাখতে চাইছে।
বিএনপি নেতারা বলেন, এই অবৈধ সরকার ১৪ বছর ধরে অবৈধভাবে ক্ষমতা থেকে পুলিশ দিয়ে আমাদের শত শত নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তাছাড়া যেখানে পুলিশ ও ছাত্রলীগের বাধায় আমরা পৌর সদরে সমাবেশ করতে না পেরে বাড়বকুণ্ড বাজারে সুশৃঙ্খলভাবে সমাবেশ শেষ করেছি, সেখানে এসব মামলা অবান্তর।