চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে ফখরুদ্দিন নামের ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টায় ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ফখরুদ্দিন একই এলাকার মো. রেজাউল করিমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিশুর পিতা রেজাউল করিম তার দোকানে ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। তার মা পারিবারিক কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। শিশু ফখরুদ্দিন খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায়।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতাল চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
উল্লেখ্য, গতকাল (২৩ আগস্ট) বিকাল ৩টায় পুকুরে ডুবে উপজেলার সরল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জালিয়াঘাটা নজির বাপের বাড়ির মোহাম্মদ নোমানের জমজ শিশু কন্যা মোছাম্মৎ রুপসা(৪) ও মোছাম্মৎ রুপসী(৪) এর মৃত্যু হয়।