হাটহাজারী পৌরসভায় অনলাইনেই মিলবে গৃহকর সেবা

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় সফটওয়্যার পদ্ধতিতে গৃহকর বিল প্রদান সিস্টেম আওতায় এসেছে। এখন থেকে অনলাইনেই ১২ হাজার হোল্ডিং কর বিল প্রদান করতে পারবে হাটহাজারী পৌর বাসিন্দারা।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় হাটহাজারী পৌর প্রশাসকের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যদিয়ে গৃহকর বিল সফটওয়্যার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলম।

এসময় পৌর প্রশাসক শাহিদুল আলম বলেন, ম্যানুয়েল পদ্ধতি থেকে অনলাইনের আওতায় গৃহকর প্রদান করতে ঘরে বসেই পৌরবাসী উন্নত সেবা নিতে পারবেন। এতে একদিকে অনিয়ম দূর হবে এবং অন্যদিকে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কর আদায়কারী নিজাম উদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী।
এতে আরো বক্তব্য রাখেন- সহকারি প্রকৌশলী (সিভিল) কৌশিক বড়ুয়া নীহার, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ শাহাজান, সহায়ক সদস্য রনজিত কুমার নাথ, কাউন্সিলর মোঃ জাফর, তফাজ্বল হোসেন ফোরকান, সাংবাদিক খোরশেদ আলম শিমুল, আবু তালেব, ব্যাংক কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন