মিরসরাইয়ে ইউপি সদস্যের বাড়িতে চুরি
মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নে এক ইউপি সদস্যের বসতঘরসহ দু’টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ আগস্ট) রাতে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকার মধ্যম ধুম ইউনিয়নের আমির হোসেন ডাক্তার বাড়ি প্রকাশ ইকবাল হোসেন রানা মেম্বারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
এসময় চোরের দল সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগদ ২৫ হাজার টাকা এবং একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হরালু বাড়ির নুরুল আলমের ঘর থেকে ৬ আনা ওজনের ২টি কানের রিং ও নগদ ৪ হাজার টাকা নিয়ে যায়।
ইউপি সদস্য ইকবাল হোসেন রানার ছোট ভাই মাঈনুল হাসান বলেন, আমাদের পরিবারের সদস্য সংখ্যা ৪ জন। তার মধ্যে বিকালে আমার ভাবী বাবার বাড়িতে বেড়াতে যায়, আমার ভাইয়া ইউপি সদস্য ইকবাল হোসেন রানা ও আমি বাজারে ছিলাম রাতে। সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে চুরির ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, আমরা নতুন বাড়িতে থাকি। ঘটনার সময় ঘরে কেউ ছিল না, ঘর থেকে বের হওয়ার সময় মূল দরজায় তালা দেওয়া ছিল। চোরের দল তালা কেটে ঘরের ভিতরে প্রবেশ করে দু’টি আলমিরা ও ওয়ারড্রবের তালা ভেঙ্গে জিনিসপত্র এলোমেলো করে ফেলে এবং আলমিরার মধ্যে থাকা সাড়ে ৩ ভরি স্বর্ণ ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। একই সময় ইউনিয়নের হরালু বাড়ির নুরুল আলমের ঘর থেকে ৬ আনা ওজনের ২টি কানের রিং ও নগদ ৪ হাজার টাকাও নিয়ে যায়।
ধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ইউনিয়নের ইউপি সদস্য ইকবাল হোসেন রানার বাড়িসহ দু’টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত: গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর এলাকার সাইফুল সওদাগর বাড়ীর সাইফুলের বসতঘরেও চুরির ঘটনা ঘটে।