মিরসরাইয়ে আল ফালাহ হিফজ একাডেমীর সবক প্রদান ও দোয়া মাহফিল

মিরসরাইয়ের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ফালাহ হিফজ একাডেমির চতুর্থ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগষ্ট) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের আল ফালাহ হিফজ একাডেমির কার্যালয়ে সবক প্রদান ও দোয়া মাহফিল আল ফালাহ হিফজ একাডেমির শিক্ষক হাফেজ ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য ও সবক প্রদান করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোবারক হোসেন মিয়াজী।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন অভিযান ক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্য সোলেমান উদ্দিন বাদশা, ভালুকিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইয়াছিন আরাফাত ও অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ব্যবসায়ী আবুল কালাম আমিন ও বেলাল হোসেন, সিপি বাংলাদেশ কোম্পানি সাইবেনির খিলের একাউন্ট ম্যানেজার রাশেদুল ইসলামসহ আরো অনেকেই। অনুষ্ঠানে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আল ফালাহ হিফজ একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়সাল জানান, ২০২১ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৫ জন শিক্ষক ও একজন স্টাফসহ ৫৬ জন শিক্ষার্থী এবং পৃথক বালক-বালিকা শাখায় আবাসিক-অনাবাসিক ও ডে কেয়ার চালু রয়েছে। সে সাথে হিফজের পাশাপাশি প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত জেনারেল শিক্ষার সুযোগ রয়েছে।

আরও পড়ুন