চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪নং ওয়ার্ড অলির হাট এর পূর্ব-উত্তর পাশে পূজার ঘরের মোমবাতি থেকে বৈদ্যুতিক তারের সাথে আগুন লেগে ১৩ বসতঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার (২০ আগস্ট) রাত ৮ টার সময় উজ্জল সর্দারের বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় জনসাধারণ এবং পটিয়া ফায়ার সার্ভিস ৪৫মিনিট প্রচেষ্টা চালিয়ে এই আগুন নেভাতে সক্ষম হয়।
অলির হাটের পল্লী চিকিৎসক সিটিজি সংবাদ ২৪.ডটকমকে বলেন, উজ্জল সর্দারের বাড়িতে এক বয়স্ক সন্ধ্যার সময় ঘরে পূজা দিতে গিয়ে মোমবাতি থেকে বৈদ্যুতিক তারের সাথে মোমবাতির আগুন লেগে আগুনের সূত্রপাত হয়। পরে আমরা পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এবং স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে বড় ধরনের ক্ষয়-ক্ষতির আশংকা করা হচ্ছে।
আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন কেশব সর্দার, শ্যামল সর্দার, বাবলা সর্দার, রতন সর্দার,সুধির সর্দার, সুজন সর্দার, হিমাংশু সর্দার, মঙ্গল সর্দার, মল্লিক সর্দার, কাজল সর্দার, রিকন সর্দারসহ মোট ১৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
পটিয়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার সাইদুল বলেন, আমরা খবর পেয়ে প্রায় ৪৫ মিনিট চেষ্টা করে আগুনে নেভাতে সক্ষম হই। তবে তদন্ত করে ক্ষয় ক্ষতির পরিমাণ জানানো হবে।