সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ড দখলের ঘটনায় পৃথক দুটি মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারআউলিয়ায় দিন- দুপুরে প্রায় দুই শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আলী শিপ ব্রেকিং এন্টারপ্রাইজ নামক একটি শিপ ইয়ার্ড দখলের ঘটনায় সীতাকুন্ড থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

সীতাকুণ্ড থানায় মাসুদ রানা কর্তৃক দায়েরকৃত মামলা ( নং ২৪, তারিখঃ১৯/০৮/২০২২ ইং) সুত্রে জানা যায়, গত ১৮ আগষ্ট ২২ ইং বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯টায় উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া সমুদ্র উপকূলে তার ভাই মোঃ ফরিদুল আলমের মালিকানাধীন আলী ষ্টীল শিপ ব্রেকিং ইয়ার্ডর্টি পাশ্ববর্তী এম.এ. শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক মোঃ মাহবুবুল আলম ও আনোয়ার আলম প্রায় দুই শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দারোয়ানকে মারধর করে বের করে দিয়ে মালামালসহ শিপ ইয়ার্ডটি দখল করে নেয়। এসময় তারা টিন দিয়ে ঘেড়া-বেড়া দিয়ে প্রায় ১৫ কোটি টাকার জায়গা তাদের নিজেদের সীমানায় নিয়ে নেন। ইয়ার্ডে থাকা একটি হুইস মেশিন, একটি টাংকিসহ প্রায় পাঁচ কোটি টাকার মালামাল লুট করে তাদের সীমানায় নিয়ে নেয়। এসময় তাদের ইয়ার্ডে কর্মরত দারোয়ান মোঃ আলম, কুতুব উদ্দিন, জহির, মোঃ সফি, মোঃ আনোয়ারকে পিটিয়ে আহত করে।

অপর একটি মামলা করেন সীতাকুন্ড ভূমি অফিসের সার্ভেয়ার ভাটিয়ারী ভূমি অফিসে কর্মরত নূরুল আফসার কর্তৃক দায়েরকৃত (মামলা নং- ২৪, তারিখঃ১৯/০৮/২০২২ ইং) সূত্রে জানা যায়, বারআউলিয়ায় আলী শিপ ব্রেকিং ইয়ার্ড দখলের অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি)র নির্দেশে উক্ত দখলকৃত ইয়ার্ডের জায়গা পরিমাপ করতে গেলে দখলকারী এম.এ. শিপ ইয়ার্ডের কর্মচারীরা প্রবেশে বাধা দেয়। এসিল্যান্ডের আদেশের কথা জানালে প্রবেশ করতে দিলেও তাদের সন্ত্রাসীরা পরিমাপে বাধা দেয়। এসময় তাদের সাথে দখলকারীদের পক্ষের লোকজন খারাপ আচরণ করেন। এতে সরকারী কাজে বাধাদানে দখলকারী মাহবুব আলী, তার ভাই আনোয়ার ও এক কর্মচারীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করা হয়েছে।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, বার আউলিয়া এলাকার সমুদ্র উপকূলে পাশ্ববর্তী এম.এ.শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিকরা আলী ষ্টীল শিপ ব্রেকিং ইয়ার্ড দখল করেছে এরকম একটি অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। ঘটনার সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হয়েছে।

এদিকে দখলকারী পার্শবর্তী ইয়ার্ডের মালিক মোঃ মাহবুবুল আলমের সাথে এই বিষয়ে তাঁর মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, আমার ইয়ার্ডের পার্শবর্তী আলী শিপ ইয়ার্ডে আমাদের কিছু জায়গা রয়েছে, এনিয়ে কয়েকবার শালিসি বৈঠকও হয়েছে কিন্তু সমাধান হয়নি। আজ বৃহস্পতিবার আমরা দখল করে নিয়েছি।

সীতাকুণ্ডে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে শিপ ইয়ার্ড দখল – CTG SANGBAD24

আরও পড়ুন