জন্মাষ্টমী উপলক্ষে পটিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় শোভাযাত্রা বের করা হয়েছে। শুক্রবার সকালে পটিয়া পৌর সদরের গৌরাঙ্গ নিকেতনের উদ্যোগে মঙ্গলারতি, ধর্মীয় গ্রন্থাদি পাঠ, শোভাযাত্রা, পুজা, ভোগরাগ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়েছে। ভোর ৭টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও গীতাপাঠের মাধ্যমে দিবসের সুচনা হয়। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বল করেন পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ।
কেন্দ্রীয় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রুবেল দাশ বাবুর সভাপতিত্বে ও শ্রীশ্রী গৌরাঙ্গ নিকেতন উন্নয়ন কমিটির সভাপতি প্রদীপ কুমার বিশ্বাসের উদ্বোধনী বক্তব্য শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আয়ুব বাবুল, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য বিজন চক্রবর্ত্তী, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী, শ্রীশ্রী গৌরাঙ্গ নিকেতনের সভাপতি অরুণ কুমার দাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, গৌরাঙ্গ নিকেতন উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আশীষ গোস্বামী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য পুলক চৌধুরী, এডভোকেট সনজয় দে, আশিষ দে জিকু। আলোচনা সভা ও শোভাযাত্রা শেষে দুপুরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।