চন্দনাইশে ৬ হাজার ৮শ ইয়াবাসহ আটক ১
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৬ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ মো. আওলাদ হোসেন কোতোয়াল ওরফে আলাউদ্দিন (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এস.আই) উপন বড়ুয়া সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেক পোস্ট বসিয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মো. আওলাদ হোসেন কোতোয়াল ওরফে আলাউদ্দিন মুন্সিগঞ্জ জেলার টংগী বাড়ি থানার কামারখারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।
ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”