পটিয়ায় আগুনে পুড়ে ছয় বসতঘরের বিপুল ক্ষয়ক্ষতি
চট্টগ্রামের পটিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ছয় বসতঘর পুড়ে ছাই হয়েছে। এসময় আগুনে আবু তাহের, আবুল কালাম, আবু তৈয়ব, আবদুল হাকিম, সিরাজ ও মো. মাহবুর ঘরে থাকা নগদ অর্থ, আসবাবপত্র, দলিলাদি ও স্বর্ণলংকার পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত তিন টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব বিনানিহারা এলাকার ডা: আবু তৈয়বের বাড়ির পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রাসহ আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণ আনেন। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। শুক্রবার সকালে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, ইউপি সদস্য । আলহাজ্ব খোরশেদ আলম মেম্বার ও ফৌজুল কাদের হিরু মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করার আশ্বাস দেন।
কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম জানিয়েছেন, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন দ্রুত ছড়িয়ে পূর্ব বিনানিহারা এলাকার ৬টি বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।