হাটহাজারীতে অবৈধ করাতকলের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধ করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ আগস্ট) বিকালে করাতকল বিধিমালা আইন অনুযায়ী উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুর পাড় এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান লাইসেন্সবিহীন ৩টি করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।
এসময় অবৈধ কাঠ ও করাতকল স্থাপনের বৈধ কোন কাগজপত্র না থাকায় ৩টি করাতকলের সরঞ্জামাদি জব্দসহ কলগুলি বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ থেকে ছাড়পত্র নিয়ে লাইসেন্সের আবেদন করার পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান জানান, আজ আমরা ৩টি অবৈধ করাত কল বন্ধ সহ কলাত কলের সরঞ্জাম জব্দ করেছি।
তিনি আরও জানান, হাটহাজারী উপজেলা অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বন বিভাগের রেন্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী, মন্দাকিনী বিটের বিট কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম, ফরেস্ট গার্ড ও হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।