শাহ আমানত সেতু এলাকায় সড়কে কাঠের ব্যবসা, গুনলো জরিমানা

চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকায় সড়ক দখল করে কাঠের ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ আগস্ট) সকালে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চট্টগ্রামের জনগুরুত্বপূর্ণ এলাকা শাহ আমানত সেতু সড়ক ও ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযানে নামেন ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। এসময় শাহ আমানত সেতু সড়কের দু’পাশে কাঠ রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরও পড়ুন