বোয়ালখালীতে ৭ রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশন এবং খাবার হোটেলের লাইসেন্স না থাকায় বিভিন্ন ধারায় ০৭টি মামলায় ০৭টি হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ৬৫ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলা গোমদন্ডী ফুলতল ও শাকপুরা চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।
এ সময় বোয়ালখালী উপজেলা সদরের এন জামান হোটেল এন্ড রেস্টুরেন্টকে লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা, বোয়ালখালী পৌর সদরে গ্রীন চিলি রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের জন্য ৫ হাজার টাকা, বোয়ালখালী পৌর সদরের কাস্তূরী হোটেল এন্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের জন্য ১০ হাজার টাকা, আবদু রশিদ হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের জন্য ১৫ হাজার টাকা, গোমদন্ডী ফুলতল এলাকার আল-আমিন হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা এবং শাকপুরা চৌমুহনী বাজারের গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন বলেন, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশন এবং খাবার হোটেলের লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ ও বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর বিভিন্ন ধারায় ০৭টি মামলায় ০৭টি হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ৬৫ হাজার জরিমানা করা হয়েছে।এছাড়া সংশ্লিষ্ট সকল খাবার হোটেল মালিককে লাইসেন্স সংগ্রহ করার নির্দেশনা প্রদান করা হয়।
তিনি বলেন, উক্ত হোটেলসমূহের মালিকগনকে নির্ধারিত সময় দেয়া হয়, যাতে তারা উক্ত সময়ের মধ্যে তারা তাদের হোটেলের পরিবেশ মানসম্মত পর্যায়ে নিয়ে আসে।জনস্বার্থে মোবাইল কোর্টের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মোহাম্মদ মামুন।