মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের জোরারগঞ্জ আনসার ব্যাটলিয়ন ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জহির উদ্দিন (৩২)। সে জোরারগঞ্জ বাজারের জহির ফার্ণিচারের সত্বাধিকারী এবং ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নন্দনপুর গ্রামের মৃত গাউজ উদ্দিনের পুত্র। সে ২ মেয়ে ও ১ পুত্র সন্তানের জনক।
স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন জানান, জোরারগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল নিয়ে জ¦ালানির জন্য মস্তানননগর বিশ^রোড়ের উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গেলে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সে সিটকে পড়ে একটি সিএনজি অটোরিক্সার নিচে ডুকে পড়ে। এসময় তাকে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রবিবার সকাল ১০ টার দিকে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক ফাহিম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় জহির উদ্দিন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় মারাত্মক আঘাত ছিল। মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, শনিবার রাতে আনসার ক্যাম্পের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহতের খবর শুনেছি। তবে পুলিশ যাওয়ার আগে নিহতের পরিবার হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছে।