চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ রবিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় অস্বাস্থ্যকর, নোংরা, মেয়াদ বিহীন মিষ্টি বিক্রির দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে মাদারবাড়ী যুগীচাঁদ মসজিদ লেইনের রায়হান ফুডস কারখানা পরিদর্শন করেন। কারখানার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর নোংরা, মেয়াদ বিহীন মিষ্টি বিক্রির দায়ে ও কারখানায় কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদপত্র না থাকায় মামলা রুজু পূর্বক ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে ফুটপাতে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৩ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অপর এক অভিযানে নগরীর কদমতলী মোড় থেকে পশ্চিম মাদারবাড়ী সড়কের মাজার পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখল করে পুরাতন লোহার পাইপ রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ২৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।