মিথ্যা-অবিচার-স্বৈরাচারের কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত, মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এক র্যালি পটিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, হাফেজ আল্লামা ইলিয়াছ শাহ, আল্লামা শেখ নাঈম উদ্দিন। আরোও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শাখার নেতা মোরশেদুল আলম খোরশেদ, নাফিজ মোবারক, শরিফ সরওয়ার, নাফিজ মোবারক, আরিফ জুয়েল, আশরাফ জুয়েল, রোকন উদ্দিন, পটিয়া উপজেলার নেতা, মৌলানা নজরুল ইসলাম, মৌলানা কুতুব উদ্দিন, ক্যাপ্টেন মহসিন, আবদুর রহিম, আবুল কালাম, নাফিজ নিজাম, কুতুব উদ্দিন কায়েস, নজরুল ইসলাম, তৌকির ইসলাম,আবু কায়ছার, মীর সুজন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দশ-ই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ঈমানী অস্তিত্বের রক্ষক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত হিসেবে উল্লেখ করেন। প্রাণপ্রিয় ইমামে আকবর সাইয়েদেনা হজরত ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহুর অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহিত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম।