হাটহাজারীতে রাত ৮টার পর দোকান খোলা রেখে গুনলো জরিমানা
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮ টার পর দোকানপাট খোলা রাখায় চট্টগ্রামের হাটহাজারীতে ৩ব্যবসা প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ আগস্ট) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু রায়হান হাটহাজারী বাজারে বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
এসময় ডিএসবি এসআই সাইফুল, মডেল থানা পুলিশ এএসআই এমদাদুল হক ও তার সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় হাটহাজারী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় কাচারি সড়কে সেঞ্চুরি ফ্যাশনকে এক হাজার টাকা, আল-মোস্তফা মার্কেটে হাটহাজারী প্রিন্টিং প্রেসকে পাঁচশ টাকা এবং মুরগীরহাটে নাজিম বীজ ভান্ডারকে পাঁচশ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, বিদ্যুৎ অপচয়রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।