চন্দনাইশে ১হাজার ২২৫পিস ইয়াবাসহ আটক-১
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ১ হাজার ২২৫ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেক পোস্ট বসিয়ে চট্টগ্রামমূখী যাত্রীবাহী মারসা বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত রফিকুল ইসলাম সুনামগঞ্জ জেলার শাল্লা থানার আটগাঁও ইউনিয়নের উজান ইয়ারাবাদ এলাকার মৃত সাবাজ আলীর ছেলে।
ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”