“টিসিবি কর্তৃক বিতরণকৃত পণ্য সামগ্রী এক অসাধু ডিলারের কাছ থেকে ক্রয় করে বোতল পরিবর্তন করে খুচরা বাজারে বিক্রয় করা হচ্ছে”- এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহদাৎ হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত রবিবার (৭ আগস্ট) বিকালে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল কাঁচা বাজারের মাসুদ স্টোরে অভিযান পরিচালনা করেছে। অভিযানে মাসুদ স্টোর হতে টিসিবি’র মাধ্যমে বিক্রয়যোগ্য প্রায় ২হাজার লিটার সয়াবিন তেল এবং ১শ খালি বোতল জব্দ করেছে।
মোড়ক পরিবর্তন করে অবৈধ উপায়ে টিসিবি পণ্য মজুদ ও বিক্রয় করায় মাসুদ স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা ও প্রায় ২ হাজার লিটার টিসিবি’র মাধ্যমে বিক্রয়যোগ্য সয়াবিন তেল জব্দ করে নিয়ে গেছে।
এ সময় অভিযান শুরু হওয়ার ১মিনিট পূর্বে মাসুদকে ফোন করে অভিযানের তথ্য জানিয়ে পালিয়ে যেতে উদ্ধুদ্ধ করায় একই বাজারের দোকানদার রুবেলকে ২০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।