দেশব্যাপি জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ফলে পেট্রোল,অকটেন চালিত সকল স্থরের পরিবহনের ভাড়া নির্ধারণে পরিবহন ও বোট সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন কক্সবাজার জেলা প্রশাসন।
রোববার বিকেল ৩টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
সভায় কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম,জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রণজিৎ দাশ, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোছাইন, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সিকদার, ইজারাদার কামরুল হাসান সিকদারসহ কক্সবাজার পরিবহন সংশ্লিষ্টদের প্রতিনিধি এবং মহেশখালী, কুতুবদিয়ার স্পীড বোট ও কাঠের বোটের মালিক উপস্থিত ছিলেন।
সভা জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, সরকার জ্বালানী তেলের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বাস সহ যে সকল যানবাহন পেট্রোল, অকটনের সাহায্যে চালিত হয় তা পরিচালিত হবে। সরকার জ্বালানী তেলে ভুর্তুকি দিয়ে আসছিলো কিন্তু এখন ভবিষ্যৎ সুষ্টু দেশ পরিচালনার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি কমিটি করে দেওয়া হবে, কমিটি আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে ভাড়া নির্ধারণ করবে। নতুন ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত আগের নিয়মে ভাড়া আদায় করার জন্য ইজারাদার ও বোট মালিককে নির্দেশনা দেন।
মহেশখালী থেকে কক্সবাজার স্পীড বোট ভাড়া ৮৫ টাকা থেকে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। কুতুবদিয়া-মগনামা আগের নিয়মে কুতুবদিয়া-মগনামা পারাপারে স্পীড বোট ভাড়া ১০০ টাকা এবং ডেনিশ বোট ভাড়া ৩০ টাকা আদায় করার জন্য ইজারাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।