চট্টগ্রাম মহানগরীর সরকারী সিএন্ডবি কলোনীতে অবৈধ দখলে থাকা সরকারি জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। এতে ২০ পরিবারের কজ্বায় থাকা সরকারি জায়গা দখলমুক্ত করতে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে।
রোববার (৭ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত নগরের ২নং গেইটের নাছিরাবাদ সিএন্ডবি সরকারী কলোনীতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ’র নেতৃত্বে এ অভিযানে আরও ছিলেন আবাসন অধিদপ্তরের উপ-পরিচালক শহীদুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী অভিজিৎ চৌধুরী, জহির রায়হান। অভিযান নির্বিঘ্ন করতে পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, নগরের ২ নং গেইগের নাছিরাবাদ সিএন্ডবি সরকারী কলোনীতে অবৈধভাবে থাকা ২০ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। গুড়িয়ে দেয়া হয়েছে সকল প্রকার অবৈধ স্থাপনা। সরকারি জায়গা দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।