রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

চট্টগ্রামের রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন করা হয়েছে। রবিবার (২৪ জুলাই) সকালে উদ্বোধনী দিনে রাউজান পিংক সিটির লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী উপজেলা সদর প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আরিফ।

বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে তিনজন সফল মৎস্যচাষীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

আরও পড়ুন