চট্টগ্রামের রাউজানে এক রাতে ৪টি গরু চুরির হবার ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোর বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। রবিবার (২৩ জুুলাই) ভোর রাতে উপজেলার পাহাড়তলি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে ঊনসত্তরপাড়া এলাকার দিনমজুর মো. গণির গোয়ালঘর থেকে গরু গুলো চুরি হয়।
জানা যায়, দিনমজুর গণি প্রতিদিনের ন্যায় রাতে গোয়ালঘরে গরু ৪টি রেখে দরজা বন্ধ করে দেয়। সকালে ঘুম থেকে উঠে দেখে গোয়ালঘর খোলা। ভেতরে গরু নেই। পরে নিজ বাড়িসহ আশেপাশের এলাকায় খোঁজাখুজির পরও সন্ধ্যান পাননি। শেষে তিনি স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানান।
স্থানীয় ইউপি সদস্য হাজী আমির হোসেন জানান, দিনমজুর গণির ৪টি গরু চুরি হয়েছে খবর পেয়েছি। আমি তাকে থানায় অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি।
উল্লেখ্য, কুরবানির ঈদের আগের দিন একই এলাকার মো. আলম নামের এক কৃষকের ৭টি গরু চুরি হয়। এছাড়াও মোহাম্মদপুর গ্রামেও এক রাতে ৩টি কুরবানীর গরু চুরি হয়।