মুজিব জন্মশতবর্ষে “একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সারাদেশের ন্যায় ফটিকছড়ি উপজেলায় ‘ক’ শ্রেণী অর্থাৎ ভূমি-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন ৩য় পর্যায়ে (২য় ধাপে) ফটিকছড়ি উপজেলায় বরাদ্দ প্রাপ্ত ৪৯০টি ঘরের মধ্যে ৩৯০টি ইতোমধ্যে গত ২৬ এপ্রিল’২২ উদ্বোধন করা হয়েছে।
২১ জুলাই (বৃহস্পতিবার) ফটিকছড়ি উপজেলায় ৪৯০ টি ঘরের মধ্যে বাকী ১০০ টি ঘর উদ্বোধন করা হয়। পাইন্দং ইউনিয়নস্থ ডলু আশ্রয়ণ প্রকল্পে ৩০ জন উপকার ভোগীর মধ্যে সাফ- কবলা, সার্টিফিকেট এবং নামজারী খতিয়ান হস্তান্তর করা হয় এবং অবশিষ্ট উপকার ভোগীদের মধ্যে শীঘ্রই উক্ত কাগজপত্র হস্থান্তর করা হবে।
আশ্রয়ণ প্রকল্পগুলোতে সুপেয় পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে এবং এসব ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান প্রক্রিয়াধীন রয়েছে। ঘর গুলোতে বিদ্যুৎ ও পানির ব্যবস্থার সাথে উপকার ভোগীদের মাঝে প্রশিক্ষণ ও ঋণ বিতরণের মাধ্যমে আত্মনির্ভরশীল করা হচ্ছে। প্রতিটি পরিবারকে ১টি করে পুষ্টি বাগান করে দেওয়া হয়েছে যা পরিবারের সদস্যদের পুষ্টির অভাব দূর হচ্ছে। প্রয়োজনবোধে আশ্রয়ণ প্রকল্পসমূহে স্কুল, মসজিদ-মন্দির, বিনোদন পার্ক ইত্যাদি বাস্তবায়িত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন, সহকরী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।