সাম্প্রদায়িকতা-বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ : ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে সাম্প্রদায়িক অপশক্তিগুলোর প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। তাদের জোট সঙ্গী জামাতে ইসলামিসহ অনেক নেতা যুদ্ধ করার জন্য আফগানিস্তান গিয়েছিল। এ জামাতে ইসলাম ৭১ সালে বাংলাাদেশ রাষ্ট্র চায়নি। তারা হিন্দুদের গণিমতের মাল বলে আখ্যা দিয়েছিল। তাই বিএনপিসহ সকল সাম্প্রদায়িক অপশক্তিকে চিরতরে বর্জন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শুক্রবার (২২ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজে ২০০৩ সালের ১৮ নভেম্বর বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের সাধনপুরে শীল বাড়িতে বর্বরোচিত অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণকালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত তেজেন্দ্র লাল শীলের ৩ ছেলে বিমল কান্তি শীল, নির্মল কান্তি শীল ও সুনীল কান্তি শীলের পরিবারকে পরিবার প্রতি ১৫ লক্ষ করে ৪৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। উল্লেখ্য, দুষ্কৃতিকারী কর্তৃক বাইরে থেকে বন্ধ করে দিয়ে গান পাউডার দিয়ে ঘটানো এ বর্বরোচিত অগ্নিসংযোগের ঘটনায় ১১ জন নিহত ও কয়েকজন আহত হয়। এ ঘটনাটি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ আলোচিত হয়। তৎকালীন বিরোধী দলীয় নেতা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনার পর বাঁশখালীতে ছুটে যান। তিনি ক্ষমতায় গেলে সব সহযোগিতা করা হবে বলে তখন তাদের প্রতিশ্রতি দিয়েছিলেন। আজকের এ চেক প্রদান সে প্রতিশ্রæতি পূরণের অংশ।

একই অনুষ্ঠানে সীতাকুন্ডের বিএম ডিপোতে অগ্নিকান্ডে নিহত ১৩ জনের পরিবারের সদস্যদের মাঝে পরিবার প্রতি ২ লক্ষ টাকা, আহত ৩২ জনকে মাথাপিছু ৫০ হাজার টাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিল থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে মোট ৪২ লক্ষ টাকা প্রদান করা হয়। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল হতে চট্টগ্রাম জেলায় নির্বাচিত ১৪টি যুব সংগঠনকে ৪০ হাজার করে ৫ লক্ষ ৬০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। সব মিলিয়ে আজ ৯৫ লক্ষ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

ড. হাছান মাহমুদ বলেন, নতুন পুরাতন মিলে প্রায় ১৫ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয়সহ খাবার চিকিৎসা প্রদান ও অন্যান্য সহযোগিতা করায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতার জননী উপাধি দিয়েছে। তিনি সত্যিকার অর্থেই মানবতার জননী। কেননা ইউরোপ বা আমেরিকাও এত শরণার্থীকে আশ্রয় দেয়নি। ইউরোপ আমেরিকা শুধু উপদেশ দেয়। সীতাকুন্ডের বিএম ডিপোর অগ্নিকান্ডে সাধারণ মানুষের এগিয়ে আসাকে অভূতপূর্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার দেশকে সামাজিক কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। সে লক্ষ্যে সামাজিক কল্যাণ খাতে বরাদ্দ বাড়িয়েছে। প্রতিটি ইউনিয়নে ১ বা ২ হাজার লোক চালসহ নানাভাবে সরকারি সহায়তা পাচ্ছে। তিনি বলেন, দেশের আর্থিক অবস্থার উন্নতির কারনে মানুষ মোটা চাল খাওয়া বন্ধ করেছে। এখন আর খালি পায়ের বা ছেঁড়া জামা পরা লোক দেখা যায় না।

অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের অভ্যুদয় হয়েছে উল্লেখ করে সম্প্রচার বলেন, রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে সাম্প্রদায়িকতার স্থান থাকতে পারে না। তাই সাম্প্রদায়িকতা চিরতরে নির্মূল করতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাবেক মেয়র আজম নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমূখ বক্তৃতা করেন। বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী অনুদানের চেক হস্তান্তর করেন।

আরও পড়ুন