মিরসরাইয়ে দুবৃর্ত্তের আগুনে পুড়েছে কৃষকের ৩টি গরু। রবিবার (২৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মসজিদিয়া গ্রামের আবদুল মালেকের গোয়াল ঘরে আগুন লেগে এই ঘটনা ঘটে। আগুনে গোয়াল ঘরে থাকা ৩টি গরু ও একটি খড়ের গাদা পুুড়ে ভষ্মিভ‚ত হয়ে য়ায়।
গরুর মালিক আবদুল মালেক বলেন, রবিবার সেহরির আগে কে বা কারা আমার গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়। গোয়াল ঘরে থাকা দুইটি গাভী ও একটি বাচুর পুড়ে অঙ্গার হয়ে যায়। এছাড়া গোয়াল ঘরের পাশে থাকা একটি খড়ের গাদাও পুড়ে গেছে। পুড়ে যাওয়া ৩ টি গরুর আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।
তিনি আরও বলেন, গোয়াল ঘরের আশেপাশে আগুন লাগার মতো কিছুই ছিলো না। গত বছরের ফেব্রæয়ারি মাসেও আমার গোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরির ঘটনা ঘটেছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম জানান, গোয়াল ঘরে আগুন লেগে ৩টি গরুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে এই বিষয়ে ভ‚ক্তভোগী পরিবার থেকে থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।