বাঁশখালীতে জাল ভোট দেওয়ার অপরাধে ৪ জনকে এক লক্ষ টাকা জরিমানা
সকাল আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সময়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন ও জল ভোট দেওয়ার দায়ে ৪ জনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাঁশখালী উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী (সহকারী কমিশনার ভুমি) মিরসরাইয়ের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় বাহারছড়া ইউনিয়নে আচরণ বিধি লঙ্ঘন ও জল ভোট দেওয়ার দায়ে মো. বুলবুল (৪১)কে ৫০ হাজার টাকা, মো. রিফাত (৩০)কে ২০ হাজার টাকা, মো. আক্কাস উদ্দিন (২৮)কে ১০ হাজার টাকা, মো. মেজবাহ উদ্দিনকে ২০ হাজার টাকাসহ সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, দুই জন কে জন জাল ভোট দেওয়ার দায়ে অপর দুই জন কে ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রে অবস্থান করায় এ জরিমানা করা হয়।