সরকার পতনের একদফা দাবি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা ৯ম দফা অবরোধে ২য় দিন সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিছিল পিকেটিং করেছে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আলাউদ্দিন মনি ও সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর।
এ সময় নেতৃবৃন্দ মিছিল থেকে নানান শ্লোগান দিয়ে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, জনবিচ্ছিন্ন সরকার দেশে বিদেশে সবজায়গায় প্রত্যাখাত হয়ে পাগল হয়ে গেছে। ক্ষমতা থেকে গেলে জনরোষের ভয়ে তারা আজীবন ক্ষমতা ধরে রাখতে চায়। কিন্তু এদেশের জণগন তাদের সে দিবাস্বপ্ন পূরণ হতে দিবে না। নেতৃবৃন্দ সীতাকুন্ডের জনপ্রিয় নেতা বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।