চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসদরস্থ লক্ষি স্কয়ারের নীচ তলায় উদ্বোধন হলো এপেক্স এর জুতা শো-রুম। শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ৩ ঘটিকায় এপেক্স ডিলার মো. সাজ্জাদ হোছাইন এই প্রথম ‘এপেক্স ব্র্যান্ড’ এর ছেলে মেয়ে ও সব বয়সী মানুষের ফ্যাশনে নতুন মাত্রা ও ভিন্ন ধাঁচের জুতা নিয়ে জমকালো আয়োজনে শুভ উদ্বোধন করা হয় ।
শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঁশখালীর সর্বজন শ্রদ্ধেয় পীরে কামেল হযরত মাওলানা ইসহাক হুজুর শাহ, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম। এ সময় শো-রুম এর ডিলার মো. সাজ্জাদ হোছাইন, সাংবাদিক মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানাসহ বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় এপেক্স জুতার ডিলার মো. সাজ্জাদ হোছাইন বলেন, বাঁশখালীর প্রাণকেন্দ্র পৌরসদরস্থ মানুষ অনেক রুচিশীল। আমরা মূলত তাদের কথা চিন্তা করেই বাংলাদেশের একটি কোয়ালিটি ব্রান্ড এপেক্স নিয়ে এসেছি৷ এখন থেকে কষ্ট করে আর দূরের এপেক্স এর শো-রুমে যেতে হবেনা।