চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক, শ্রীপুর বুড়া মসজিদের মতোয়াল্লী ও বিআরডিবি’র সহ সভাপতি মোঃ নুরুন্নবী চৌধুরীকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে আটটার দিকে বোয়ালখালী উপজেলা সদর থেকে তাকে আটক করা হয় বলে জানান তার ভাই মোঃ হাসান চৌধুরী।
তিনি বলেন, আমার ভাইয়ের আগে যে মামলাগুলো ছিল সেগুলোতে তিনি জামিনে আছেন। কোন মামলায় তাকে আটক করা হয় তা আমরা জানিনা। তিনি উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহŸায়ক, শ্রীপুর বুড়া মসজিদের মতোয়াল্লী ও বিআরডিবি’র সহ সভাপতি ছিলেন।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আছহাব উদ্দীন বলেন, গতকাল রাতে তাকে আটক করা হয়। কোন মামলায় আটক করা হয় জানতে চাইলে তিনি বলেন, মামলা আছে বিধায় আটক করা হয়েছে। মামলা ছাড়া কি আটক করা যায়। কিন্তু কিসের মামলায় আটক করা হয় সেটি তিনি ষ্পষ্ট না করেই মুঠোফোন রেখে দেন।