বাঁশখালীতে বসতভিটার বিরোধে মারধর হত্যার হুমকি, গ্রেপ্তার ১
চট্টগ্রামের বাঁশখালীতে বসতভিটা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দ্যেশ্যে গুরুতর জখম, মারপিট ও একটি পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়ার মীর পাড়ার মো. জসিম উদ্দীন, জহির উদ্দীন, রহিম উদ্দীন, নুর জাহান বেগম, রোজিনা আক্তারের বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে ওই এলাকার বিবাদীদের বসত ঘরের সামনে চলাচলের রাস্তার উপর এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই এলাকার মৃত মোজাফ্ফর আহমদের পুত্র মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে নামীয় ও আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। পরদিন মামলার তিন নম্বর আসামী রহিম উদ্দীনকে গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ।
বাদীর অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই পরিবারের বসতভিটা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে মোজাফ্ফর আহমদের পুত্র রাশেদুল ইসলামকে বিবাদীগণ দেশীয় অস্ত্র দা, কিরিচ, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে গুরুতর জখম করে, হত্যার হুমকি দেন।
রাশেদুল ইসলাম আবুল খাইর কোম্পানীতে বি.এস.সি গ্রুপে এস.আর হিসেবে কর্মরত। এ সময় ব্যবসার কাজে বের হলে নগদ দুই লক্ষ টাকা চিনিয়ে নেয় আসামীরা। একপর্যায়ে গুরুতর জখমপ্রাপ্ত রাশেদুলকে ধাওয়া করলে তার ঘরে গিয়ে আশ্রয় নেন তিনি।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ বলেন, ‘এ ঘটনায় মামলার তিন নম্বর আসামী রহিম উদ্দীন কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। অপরাপর আসামীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।’