ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের অন্তর্গত হেয়াকো বাজারে দুই ভূয়া চিকিৎসককে দণ্ড দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড দেন।
এ সময় স্থানীয় রমজান আলী মন্ডল নামে এক ব্যক্তিকে ডাক্তার না হয়ে নামের আগে ডাক্তার পদবী ব্যবহার ও ভুয়া চিকিৎসক সেজে রোগী দেখার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই বাজারে হেদায়েত উল্লাহ নামে এক ফার্মেসী মালিককে অন্যায় ভাবে ডাক্তার পদবী ব্যবহার ও ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসী পরিচালনার অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি উক্ত ফার্মেসি সিলগালা করা হয়। তাছাড়া ঐ ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতারণার আশ্রয় নিয়ে এ ধরনের তৎপরতার কথা জনসমক্ষে স্বীকার করে মোবাইল কোর্টের নিকট ক্ষমা প্রার্থনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: আরেফিন আজিম ও ভুজপুর থানা পুলিশের একটি টীম। এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।