বাঁশখালীতে পাহাড় কেটে গুনলো অর্ধলক্ষ টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একটি ট্রাক জব্দপূর্বক এক ভূমিদস্যুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
গোপন সংবাদে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পূর্ব-বৈলছড়ী খদুল্লাহ পাড়া পাহাড়ী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী। অভিযান পরিচালনাকালে থানা পুলিশের একটি টিম ও বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী বলেন, অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে বৈলছড়ী ইউনিয়নের পূর্ব বৈলছড়ী খদুল্লা পাড়া পাহাড়ী এলাকায় একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মাটি কাটায় ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। জনস্বার্থে পাহাড় নিধন ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।