চন্দনাইশে এসিল্যান্ডের অভিযানে চার হাজার ঘনফুট বালু জব্দ

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে চার হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডস্থ কানাইমাদারী গ্রামের ছামুদরিয়া ঘাটকুল এলাকায় অভিযান পরিচালনা করে এসব বালু জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।

জানা গেছে, দীর্ঘদিন যাবত একটি মহল শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বিপণনের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদকৃত আনুমানিক চার হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানের সময় বালু ব্যবসার সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। জব্দকৃত বালু বরকল ইউনিয়নের ইউপি সদস্য আবু জাফরের জিম্মায় রাখা হয়।

এবিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, “বালু মহাল না হওয়া সত্বেও বিপণনের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদকৃত আনুমানিক চার হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু নিলাম কমিটির মাধ্যমে বিক্রি করা হবে। জনস্বার্থে ও জনকল্যাণে পরিবেশ সুরক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চন্দনাইশ থানা পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

আরও পড়ুন