বউয়ের পরকীয়া প্রেমিক সন্দেহে খুন করে গ্রেপ্তার রুস্তম

বউয়ের পরকীয়া প্রেমিক সন্দেহে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে খুন করে চট্টগ্রামে পালিয়ে থাকা রুস্তম আলী নামক একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে মহানগরীর ইপিজেড ফ্রি পোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে র‌্যাব।

গ্রেপ্তার হওয়া রুস্তম আলী রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ফকিরাপাড়া গ্রামের মৃত গণি সরকারের ছেলে। আর নিহত মোস্তাফিজুর রহমান (৪৮) পেশায় একজন কৃষক এবং রুস্তম আলীর প্রতিবেশী। রুস্তম আলীর স্ত্রীর সঙ্গে মোস্তাফিজের অবৈধ সম্পর্ক আছে বলে দীর্ঘদিন ধরে সন্দেহে তিনি তাকে খুন করেন।

র‌্যাব জানিয়েছে, গত ১৬ সেপ্টেম্বর সকালে স্থানীয় একটি মুদির দোকানের সামনে মোস্তাফিজের সাথে রুস্তম আলীর ঝগড়া হয়। এ ঘটনার জেরে পরের দিন ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার পথে মোস্তাফিজকে কুপিয়ে হত্যা করেন রুস্তম। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর নিহতের ছেলে বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন