উপজেলার চাম্বল বাজারস্থ বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের হলরুমে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার ওয়েলফেয়ার সোসাইটি উপজেলা শাখার উদ্যোগে ডেঙ্গু বিষয়ক সাইন্টিফিক সেমিনার সংগঠনের সভাপতি চিকিৎসক আশেক এলাহী রনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দিদারুল হক সাকিব। প্রধান মেহমানের বক্তব্য রাখেন চট্টগ্রাম আই এইচ টি’র সহকারী অধ্যাপক ডা. মিনহাজুল হক।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম জেলার সভাপতি মুনির উদ্দিন চৌধুরী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাম্বল ন্যাশনাল হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাছের, সংগঠনের আইন বিষয়ক সম্পাদক ও চিকিৎসক জসিম মাহমুদ তালুকদার সহ আমন্ত্রিত মেহমানগণ ও সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক চিকিৎসক এস এন রাসেল।
এসময় বক্তারা ডেঙ্গু সচেতনতা ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।