আনোয়ারায় ভূমিমন্ত্রীর সহায়তা পেল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম রায়পুর সাহেব বানুর বাপের বাড়িতে শনিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করেছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
রবিবার বিকালে ভুমি মন্ত্রীর পক্ষে এসব বিতরণ করেন স্থানীয় চেয়ারম্যান আমিন শরীফ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দ, ইউপি সদস্য ডাঃ ছৈয়দ নুর, তৌহিদুল ইসলাম, মহিলা ইউপি সদস্য বুলবুল আক্তার বকুল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান, ইউনিয়ন যুবলীগ নেতা আনিসুর রহমান জনি ও নাছির উদ্দিন।
চেয়ারম্যান আমিন শরিফ বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের জন্য মাননীয় ভূমি মন্ত্রী নগদ ২১ হাজার টাকা ও খাদ্য সামগ্রী হিসেবে প্রতি পরিবারকে এক মাসের চাউল, ডাল ও তেল এবং তাঁবু প্রদান করেন।