আনোয়ারায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ঢাকায় বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার(৩০ জুলাই) বিকালে বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু টানেল চত্ত্বর থেকে শুরু হয়ে চাতরী চৌমহনী বাজারে এসে শেষ হয়।
পরে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ভিপি জাফর উদ্দিন চৌধুরী, আবু ছৈয়দ চেয়ারম্যান, মৃনাল ধর, আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, মোহাম্মদ শাহাবুদ্দিন, ছগীর আহাম্মদ আজাদ, আবদুল মালেক, মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, চেয়ারম্যান কলিম উদ্দিন, আফতাব উদ্দিন চৌধুরী , আজিজুল হক বাবুল, মাস্টার মো. ইদ্রিস, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ জসীম উদ্দীন, জসীম উদ্দীন আমজাদী, মোহাম্মদ ইলিয়াছ, ছৈয়দুল হক, দিলুয়ারা কামাল, এম. এ সালাম, আনন্দ মোহন দত্ত, নজরুল ইসলাম বকুল, মোজাম্মেল হক বাবু, আবদুর রশিদ, গিয়াস উদ্দিন কন্ট্রাক্টর, রাশেদুল ইসলাম, আবদুস সোবাহান, মোঃ রফিক, মোঃ মাসুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিদের মাঝে মোঃ শাহাবুদ্দীন, শাহাদাত হোসেন চৌং, দিদারুল ইসলাম, উৎপল সেন, খোরশেদ আলম চৌধুরী, আবদুল জলিল, মোঃ নুরুচ্ছাফা, মোঃ মহিউদ্দিন, শফিউল হক, সাধারন সম্পাদকদের মাঝে মামুনু রশিদ, জসিম উদ্দিন, মিজানুর রহমান সেলিম, আবু হানিফ, জাহেদুল ইসলাম, সেলিম মামুন, জাহাঙ্গীর আলম, নুরুল আজিজ, মাইনুদ্দিন গফুর খোকন, সাইফুদ্দিন দস্তগীর, উপজেলা যুবলীগ আহ্বায়ক শওকত ওসমান, যুগ্ন আহ্বায়ক অনুপম চক্রবর্ত্তী, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রিদুওয়ানুল হক রহিম, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে বিএনপি-জামাত আবারো নৈরাজ্য অগ্নি সন্ত্রাস শুরু করেছে। দেশের শান্তি তাদরে ভাল লাগেনা। আজকের সমাবেশ থেকে তাদের হুশিয়ারি দিচ্ছি আনোয়ারা চলবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নেতৃত্বে। এখানে কেও অরাজকতা সৃষ্টি করতে চাইলে তাদের শক্তহাতে প্রতিরোধ করা হবে।