জলদী বন্যপ্রাণি অভয়ারণ্য রেঞ্জের আয়োজনে বাঁশখালী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় শনিবার (১৮ মে) সকালে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা বাঁশখালী ইকোপার্কের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
জলদী বন্যপ্রাণি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সার্বজনীন পেনশন অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, বাঁশখালী ইকোপার্কের কর্মকর্তা মো. ইসরাইল হক, শীলকূপ ইউপি চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, সাংবাদিক ও সমাজকর্মী কল্যাণ বড়ুয়া মুক্তা, মুহিবুল্লাহ্ ছানবী, মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা সহ গ্রাম সংরক্ষণ ফোরাম (বিসিএফ) এর সদস্য বৃন্দ।