বাঁশখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. আবুল কাশেম (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৯টার সময় উপজেলার কাথরিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডস্থ হালিয়া পাড়া সংলগ্ন বেড়ীবাঁধের মনছুরের চা দোকানের অদূরে ঝাউ বাগান এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কাথরিয়া ইউনিয়নের পশ্চিমে সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউ বাগানে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ আসামীকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান, অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হয়েছে।