রাউজানে গৃহহীন নারীকে সেমিপাকা ঘর দিলো গাউছিয়া কমিটি
চট্টগ্রামের রাউজানে তিন কন্যা সন্তানের জননী স্বামী পরিত্যক্তা গৃহহীণ লাকী আকতারকে সেমিপাকা ঘর নির্মাণ করে দিয়েছে মানবতার সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ’র উত্তর সর্তা শাখা।
শুক্রবার সকালে লাকী আকতারের নিকট ঘর হস্তান্তর করেন গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ। জানা যায়, রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের স্বামী পরিত্যক্তা লাকী আকতার তার তিন কন্যা সন্তানকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন। গৃহহীণ ওই নারী তার বাপের বাড়ির খালি জায়গায় ঘর নির্মাণের কথা জানালে সহযোগিতায় এগিয়ে আসে গাউছিয়া কমিটি। দুই লাখ টাকা খরচ করে ঘর নির্মান করে দিয়েছে সংগঠনটি।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সামশুল আলম, গাউছিয়া কমিটি উত্তর সর্তা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ গোলাম রহমান, সহ-সভাপতি মাষ্টার জাফর আলম, মো. ইউসুফ, সাধারণ সম্পাদক মাষ্টার রফিকুল আলম সিকদার, সহ-সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আকবর, সহ-দাওয়াতে খায়র সম্পাদক হাফেজ মহিউদ্দিন, মাষ্টার মুজিব, মাওলানা সরওয়ার, মাওলানা মোরশেদ, হাফেজ আরফাত, মাওলানা হাসান আলী, মাওলানা তসলিম, লোকমান প্রমূখ।