বাঁশখালীতে দেশীয় অস্ত্রসহ পেকুয়ার নুর হোসেন গ্রেপ্তার

বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় অস্ত্রসহ নুর হোসেন (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুরে বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়িস্থ ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে জান্নাত এ্যাগ্রো ফার্মের সামনে এসআই ফারুকের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদে অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি এলজি সহ একজন কে গ্রেপ্তার করে।

আটককৃত নুর হোসেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. শফিকুর রহমানের পুত্র।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে পুইঁছড়ি ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি সহ নুর হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন