সীতাকুন্ডে গলায় ফাঁস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
চট্টগ্রামের সীতাকুন্ডে গলায় ফাঁস দিয়ে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
সোমবার (২৪ জুলাই) দিবাগত রাতে সীতাকুন্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের হাসান গোমস্তা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোঃ আব্দুল হাকিম ফরহাদ ওই এলাকার মোঃ ইসমাইল সওদাগরের ছেলে। সে এবার সীতাকুন্ড ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সে দুবছর ধরে গায়ে জ্বালাপুড়া অজ্ঞাত রোগে ভূগছিলেন। মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছে ফরহাদ। সে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে চিরকুটে উল্লেখ করেছে।
এ নিয়ে সীতাকুন্ডে একই রাতে ৩ শিক্ষার্থীর প্রাণহানি হলো। বাঁশবাড়ীয়া সৈকতে গোসল করতে নেমে ইবির দুই শিক্ষার্থী মোঃহাসান মারুফ(২০) ও এনায়েত চৌধুরী(২২)র মৃত্যুর পর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো ফরহাদ।