চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র্যালী র্যালী করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা। শনিবার(১৬সেপ্টেম্বর)বিকাল ৩টায় উপজেলার চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতানের সামনে থেকে স্বাগত র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলার কাপ্তাই সড়ক চন্দ্রঘোনা লিচুবাগান, মরিয়মনগর চৌমুহনী, রোয়াজারহাট, ইছাখালী, গোডাউন, গোচরা চৌমুহনী, শান্তিরহাট দিয়ে পোমরা বুড়ির দোকান লায়লা কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। র্যালীতে দুই শতাধিক মোটরসাইকেল শতাধিক সিএনজি ও পিকাপ যোগে প্রায় দুইহাজারের অধিক নেতাকর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। সকলের মুখে দরুদ সালাম ও নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগানে মুখরিত হয়ে উঠে আশাপাশের এলাকা।
র্যালী শেষে লায়লা কমিউনিটি সেন্টারে উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আলীশাহ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ’র সভাপতি শায়খুল হাদীস আল্লামা হাফেজ সোলাইমান আসারী। এতে আরো উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ ওবায়দুল মোস্তফা নঈমী আশরাফী (মু.জি.আ.)।
র্যালী প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুফতি সাইফুল ইসলাম আলকাদেরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ আকতার হোসেন।
এতে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তৈয়্যব চৌধুরী, উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক আলক্বাদেরী, অধ্যক্ষ মাওলানা জরীফ আলী আরমান, চট্টগ্রাম উত্তরজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আলক্বাদেরী, উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি করিম উদ্দিন হাসান, উত্তরজেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক এইচ এম শহিদুল্লাহ, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের সভাপতি মুহাম্মদ খলিলুর রহমান, সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ দিদারুল আলম,উপজেলা যুবসেনার সভাপতি মুহাম্মদ মোজাহেদুল ইসলাম, আনজুমানে খোদ্দামুল মুসলেমিন ওমানের মুহাম্মদ আক্তার হোসেন, উত্তরজেলা ছাত্রসেনার সহ সভাপতি মুহাম্মদ আব্দুল খালেক, উপজেলা ছাত্রসেনা মধ্যম-দক্ষিণ সভাপতি ছাত্রনেতা মাওলানা নাছির উদ্দিন নাহিদ, উত্তর ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ।