লামায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
বান্দরবানের লামা উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়ছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার লামা পৌরসভার সাবেক বলছড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ইকবাল করিম (১২) সাবেক বলছড়ির বাসিন্দা মোঃ আকরামের ছেলে।
সূত্র জানায়, শনিবার বিকালে সহপাঠিদের সাথে ফুটবল খেলা শেষে এলাকার একটি পুকুরে গোসল করতে নামে । এ সময় ইকবাল করিম গোসল করতে নামলে সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লামা থানার (ওসি) মোঃ শামীম শেখ পানিতে শিশু ইকবাল হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।