পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার সব ইউনিয়ন এবং পৌরসভায় উন্নতি হলেও হাইদগাঁও আজিজিয়া মাদ্রাসা সড়কটি উন্নয়নের ছোঁয়া না লাগায় দীর্ঘদিন জনসাধারণের চলাচলের অনুপোযুগী হয়ে পড়েছে। দীর্ঘ ১৫ বৎসর আগে মাটির এই রাস্তাটিকে ব্রীক সলিন দিয়ে তৈরি করা হয় নতুন চলাচলের রাস্তা। কিন্তু ১৫ বৎসর পার হলেও কোন চেয়ারম্যান, মেম্বার মেরামত করেনি ওই সড়ক। ইতিমধ্যে স্থানীয় সাংসদও সড়কটি পরির্দশন করেছেন কিন্তু দীর্ঘদিন টেন্ডার প্রক্রিয়া চলছে বলা হলে আজও উন্নয়নে ছোঁয়া লাগেনি এই সড়কটিতে।
হাইদগাঁও ইউনিয়নের ৪ নং ও ৮ নং ওয়ার্ডের মধ্যে স্থানে হওয়াতে সড়কটি বিগত দিনের কোন মেম্বার নজর দেয়নি । তাই অবহেলায় পড়ে আছে এই সড়কটি। আজিজিয়া মাদ্রাসা সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজারো জনসাধারণ। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন হাইদগাঁও উচ্চ বিদ্যালয়, আজিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং এই ইউনিয়নের ৭নং ও ৮নং ওয়ার্ডের জনসাধারণকে নিত্য প্রয়োজনেব্যবহার করতে হয় এই সড়কটি। বর্তমানে এই সড়ক দিয়ে কোন যাত্রী চলাচল করতে পারে না । গাড়ী চলা তো দুরের কথা, পায়ে হেটেঁ চলাও কঠিন হয়ে পড়েছে।
বর্তমানে অবসরপ্রাপ্ত পুলিশের সদস্য সামশুল আলম নিজের অর্থায়নে বারবার মেরামত করার পরেও সড়কটি চলাচলের অনুপোযুগী হয়ে পড়ে।
বাংলাদেশ পুলিশের অবসারপ্রাপ্ত সদস্য সামশুল আলম বলেন, আমি অনেক বার হাজারো টাকা খরচ করে রাস্তাটি মেরামত করেছি কিন্তু অতিরিক্ত ওজনের ট্রাক, ডেম্পার, পাহাড় থেকে সংগ্রহ করা বড় বড় গাছের ট্রাক চলাচল করার কারনে রাস্তাটি চলাচল অনুুপযোগী হয়ে পড়েছে।
হাইদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক চেীধুরী সিটিজি সংবাদকে বলেন, আমি দায়িত্ব নিয়েছি সবেমাত্র। আমার প্রথম কাজ হবে এই দীর্ঘদিনের অবহেলিত রাস্তাটি নতুন করে সংস্কার করা।