চুয়েটে উন্মুক্ত ৪র্থ ফুটবল টুর্নামেন্ট শুরু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্টাফ এসোসিয়েশনের উদ্যোগে ‘চুয়েট উন্মুক্ত ৪র্থ ফুটবল টুর্নামেন্ট-২২’ শুরু হয়েছে। এবারের টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হচ্ছে- ধুমকেতু, মহাকাশ, নক্ষত্র, ছায়াপথ, শুকতারা ও নিহারিকা।
বুধবার (১৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক খেলার মাঠে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য।