চুয়েট ভিসি’র সাথে সাংবাদিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাংবাদিক সমিতির ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বুধবার (১৭ আগস্ট) দুপুর দেড়টায় ভাইস চ্যান্সেলর কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি জিওন আহম্মেদ, সহ-সভাপতি চুয়েটনিউজ২৪.কম এর সহ-সম্পাদক আল আমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক অধিকার প্রতিনিধি গোলাম রব্বানী শান্ত, অফিস সম্পাদক সাম্প্রতিক দেশকাল প্রতিনিধি নাজমুল হাসান ফাহাদ, আইসিটি সম্পাদক হিসেবে চুয়েটনিউজ২৪.কম প্রতিনিধি (ডিজাইনার) মুহাম্মদ ফাহিম উদ্দিন, সহকারী অফিস সম্পাদক চুয়েটনিউজ২৪.কম প্রতিনিধি (ভিডিওগ্রাফার) জেরিন সুলতানা শাওন এবং সহকারী অর্থ সম্পাদক চুয়েটনিউজ২৪.কম প্রতিনিধি (রিপোর্টিং) তানভির আহম্মেদ চৌধুরী উপস্থিত ছিলেন।