চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুন) দোহাজারী হাসপাতাল সংলগ্ন মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে হাছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে পূর্ব জামিজুরী অমিতাভ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপর খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে হাছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে পৌরসভা চ্যাম্পিয়ন হয়।
এর ফলে হাছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম।
প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে প্রধান শিক্ষক সাবেরা আক্তার, দিলশাদ বেগম, নাসরিন সুলতানা, টিংকু কান্তি দাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কায়সার উদ্দিন মীর ও হামিয়া ফেরদৌস সহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে দোহাজারী পৌরসভার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশ গ্রহণ করে।